মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে মাঠে নামে টাইগাররা।
এই ম্যাচে ৩০ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচে দূর্দান্তভাবে ব্যাটিং করে তামিম-সৌম্য এবং সাকিব আল হাসান। তিনজনই তুলে নেন তাদের অর্ধশতক।
আর এই ম্যাচেই অবিশ্বাস্য একটি কান্ড করে বসলেন সাকিব। ম্যাচের তখন ৩২ তম ওভার চলছিলো বাংলাদেশের রান ছিলো ১৮১ এক উইকেট হারিয়ে। সৌম্য প্যাভিলিয়নে ফিরে গেলে স্ট্রাইকে নামেন সাকিব। এ্যাশলে নার্সের ওভারের ৫ম তম বলে ছক্কা হাঁকান সাকিব আল হাসান। তার পর ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। বল খুঁজে পাওয়া যাচ্ছে না। ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন সাকিব! তারপর আম্পায়ারের আদেশে নতুন বল আনা হয় মাঠে।
আন্দ্রে রাসেল বা ক্রিস গেইল নয় সাকিবও পারে ছক্কা মেরে বল হারাতে তা প্রমান করে দিলেন তিনি।