চলতি বিশ্বকাপ শুরুর থেকেই দারুণ যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। গড়েছেন একাধিক কীর্তি। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে অন্যান্য খেলোয়াড়দের থেকে সাকিব কয়েকগুন এগিয়ে আছে বললেই চলে।
বিশ্বকাপ শুরুর পর থেকেই রেকর্ড তো অনেক গড়েছেন সাকিব কিন্তু সব রেকর্ডের মাঝখানে এমন একটি রেকর্ড গড়েছেন সাকিন যা খুব বেশি কারো নজরেই পড়েনি।
বিশ্বকাপে টানা চারটি ম্যাচে সাকিব করেছেন পঞ্চাশের অধিক রান৷ এর আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন পঞ্চাশের উপর রান। সেটি মিলিয়ে সাকিব টানা ৫ ম্যাচে রান করেছেন পঞ্চাশের উপরে।
৫ ম্যাচ টানা অর্ধশতকের বেশি রান করে সাকিব নাম লিখিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের পাশে। টানা ৫ ম্যাচে অর্ধশতকের বেশি রান করা তালিকায় আছেন কেবল ৩২ জন খেলোয়াড়। তার মধ্যে লিটল মাস্টার শচিন টেন্ডুলকার অন্যতম।
এর আগে এই তালিকায় ২০১২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বিশ্বকাপ শুরুর পর থেকে টানা ৪ ম্যাচে অর্ধশতকের বেশি রান সাকিবকে আবারো নিয়ে যাচ্ছে শচিন টেন্ডুলকারের পাশে। ১৯৯৬ সালে শচিন টেন্ডুলকার এই রেকর্ডটি গড়েন। আর ২০১৯ বিশ্বকাপে এসে সাকিব এই রেকর্ড গড়ে টেন্ডুলকারের রেকর্ডের ভাগিদার হলেন।
তবে সাকিবের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে হটিয়ে আরো একটি রেকর্ড গড়ার। ২০১৫ সালে স্টিভ স্মিথ বিশ্বকাপ শুরুর পর থেকে টানা ৫ ম্যাচে করেছেন ৫০ এর অধিক রান। সাকিবের সুযোগ রয়েছে তার রেকর্ডে ভাগ বসানোর। অস্ট্রেলিয়ার বিপক্ষেই কেবল মাত্র একটি অর্ধশতক করলেই সাকিব নাম লেখাবেন স্টিভ স্মিথের পাশে।