রিয়েল মাদ্রিদের দুঃসময়ের যেন শেষই হচ্ছে না। স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদকে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লেগানস। এর। মাধ্যমে বিদায় নিশ্চিত হয়ে গেল জিদানের দল
রিয়েলের মাঠ সান্তিয়াগো বার্নাবিউওতে অনুষ্ঠিত ম্যাচে রিয়েলকে দুই এক গোলে হারায় লেগানস। অন্যদিকে লেগানসের মাঠে রিয়েল মাদ্রিদ ১-০ গোলের জয় পাওয়ায় আ্যাগ্রিগেট হয় ২-২। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার শেষ চার নিশ্চিত হয় লেগানসের।
সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেতে পারতো জিদানের রিয়েল মাদ্রিদ। ম্যাচের তিন মিনিটের সময় ডিবক্সের ভেতরে বল পেয়েছিলো ইস্কো। বুক দিয়ে দারুণ ভাবে বলটি নিয়ন্ত্রনে নিলেও শট নিতে পারেন নি তিনি। এর দুই মিনিট পর ক্লাউডিওর জোড়ালো শট বারপোষ্ট ঘেষে বেড় হয়ে গেলে স্বস্তি পায় রিয়েল মাদ্রিদ।
এরপর ম্যাচের ৩১ মিনিটের সময় এগিয়ে যায় লেগানস। এ সময় রিয়েল মাদ্রিদ তাদের ভঙ্গুর ডিফেন্সের পরিচয় দেয়। আর সেই সুযোগে ফাঁকা জালে বল জড়িয়ে দেন লেগানসের খেলোয়াড় এরাসো। এক গোলে পিছিয়ে থেকে সমতায় ফেরার অনেক চেষ্টা করে রিয়েল কিন্ত তা আর হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে পিছিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে রিয়েল মাদ্রিদ। ভাস্কেসের বাড়ানো বল লেগানসের গোল রক্ষককে পরাস্ত করেন করিম বেনজেমা। তখন খেলা চলে এক এক গোলে। এই ব্যবধান ধরে রাখতে পারলে সেমি ফাইনালে যেতে পারতো রিয়েল মাদ্রিদ। কিন্ত তা পারলো না জিদানের দল।
ম্যাচের ৫৫ মিনিটের সময় রিয়েলের স্বপ্ন ধুলায় মিশিয়ে দেয় গ্যাব্রিয়েল পিরেস। তার গোলে আবারো পিছিয়ে পরে রিয়েল মাদ্রিদ।
এরপর আর কোন গোল না হলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কোপা ডেল রে থেকে বিদায় নেয় রিয়েল মাদ্রিদ।