লিভারপুল কে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতে নিলো রোনালদোর রিয়েল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মুখামুখি হয়েছে টুর্নামেন্টির ১২ বারের চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ। এই ম্যাচে পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছেন রোনালদো বেনজামারা। দুর্দান্ত খেলেছে রিয়েল মাদ্রিদ। লিভারপুল কে তাদের নিয়মিত খেলাটাও খেলতে দেয়নি জিদানের দল। তবে প্রথমার্ধে বড় ধরনের ধাক্কা খায় রিয়েল ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দানি কারভাজল। এরপর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্র নিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরু দিকে গোলরক্ষের ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। লিভারপুলের গোলরক্ষকের ভুলকে দারুণ ভাবে কাজে লাগায় বেনজেমা। যাতে করে ১-০ গোলে এগিয়ে যায় রিয়েল। তবে ম্যাচে ৫৪ তম মিনিটে মানের গোলে সমতায় ফিরে লিভারপুল। তবে তা বেশিক্ষন ধরে রাখতে পারেনি ক্লপের দল। ৬৩ মিনিটের সময় গ্যারাত বেলের গোলে আবারো এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। এদিকে দ্বিতীয়ার্ধে দারুণ কয়েকটি আক্রমণ করে ফিরমিনো সালাহরা। কিন্তু তা ব্যর্থ হয়। আক্রমণ পাল্টা আক্রমন চলতে থাকে। কিন্তু ম্যাচের ৮২ মিনিটের সময় গ্যারাত বেলের দুরপাল্লার শট থামাতে ব্যর্থ হয় গোলরক্ষক। যাতে করে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়েল। অসাধারণ ভাবে নিজের দ্বিতীয় গোল করেন গ্যারাত বেল। এরপর আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠে রিয়েল মাদ্রিদ। টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুললো জিনেদিন জিদানের দল।