বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও রিয়েল মাদ্রিদের পর্তুগীজ তারকার মধ্যে গত দশ বছর ধরেই লড়াই লেগে আছে। বিশ্বফুটবলের দুই নক্ষত্র দুইজন। দুইজনের মধ্যে কে সেরা? এমন প্রশ্ন যখন সামনে চলে আসে, তখন আর বিতর্কের শেশ হয়না।
তবে এবার আলোচনা ২০১৭-১৮ মৌসুমে কে সেরা? এইক্ষেত্রে গোল স্কোরারের দিক থেকে এগিয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের শুরু থেকে ফর্মটা ভালো ছিলো না তার। গত কয়েক ম্যাচে নিজেকে খুজে পেয়েছেন এই পর্তুগীজ তারকা। এবার মৌসুমে এখন পর্যন্ত রোনালদো খেলেছেন ২৯ টি ম্যাচ যার মধ্যে গোল করেছেন ২৫ টি। ম্যাচ প্রতি গোল ০.৮৬ টি।
অন্যদিকে মৌসুমটা দারুণ ভাবে শুরু করেছিলো মেসি। তার দল বার্সেলোনা আছে সেরা অবস্থানে। কিন্তু গত কয়েক ম্যাচে গোল পাননি। মৌসুমে এখন পর্যন্ত মেসি খেলেছেন ৩৮ টি ম্যাচ যার। মধ্যে গোল পেয়েছেন ২৮। ম্যাচ প্রতি তার গোলের সংখ্যা ০.৭১।
রোনালদো অনেক বেশি গোল করলেও গোলের সুযোগ তৈরি করতে পারেননি। এই দিক দিয়ে এগিয়ে মেসি। রোনালদো বছর প্রতি ম্যাচে গোলের হার ০.৮১। আর লিওনেল মেসি ০.৮৩।
অন্যদিকে লা লিগায় দারুণ ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগে বাজে সময় কাটাচ্ছেন মেসি। গ্রুপ পর্বের ৬ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল। এদিক দিয়ে এগিয়ে রোনালদো। চ্যাম্পিয়নস লিগের ৭ ম্যাচে করেছেন ১১ গোল। যা রোনালদোকে এবার মৌসুমে এখনো শীর্ষে রেখেছে।
মৌসুমের মাঝামাঝি সময়ে এমন পরিসংখ্যান হয় শেষ পর্যন্ত নাও তাকতে পারে। আর তখন পরিবর্তন হতে পারে অনেক কিছু।