পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়েল মাদ্রিদ। অনেক দিন পর লা লিগা টানা দ্বিতীয় জয় তুলে নিল রিয়েল।
শনিবার ভালেন্সিয়ার মাঠ মেস্তাল্লায় ৪-১ গোলের দারুণ জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। ম্যাচের প্রথমে ব্যর্থতা দিয়ে শুরু করে গ্যারাত বেল।
কিন্তু সেটা টের পায়নি রিয়েল মাদ্রিদ। ম্যাচের ১৬ তম মিনিটে সফল স্পট কিক থেকে দিলকে এগিয়ে দেন রোনালদো। ডি-বক্সে রোনালডো ফাউওলের স্বীকার হলে পেনাল্টি পায় রিয়েল মাদ্রিদ।
এরপর একটি সহজ সুযোগ নষ্ট করে রোনালদো।
কিন্তু ম্যাচের ৩৮ তম মিনিটে আবারো পেনাল্টি পাই রিয়েল। ফরাসী তারকা করিম বেনজামা ফাউলের স্বীকার হলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেই পেনাল্টি সফল ভাবে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
প্রথমার্ধ শেষ হয় দুই শূন্যতে। ম্যাচের ৫৮ তম মিনিটে ১ গোল হজম করতে হয় রিয়েল মাদ্রিদকে। স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনার গোলে ব্যবধান কমান ভালেন্সিয়া।
খেলার ৮৪ তম মিনিটে মার্কো এসেনসিওর সাথে দুইবার বল দেওয়া নেওয়া করে দারুণ বুঝাপড়ায় ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।
এর পাঁচ মিনিট পর মাতিও কাভাসিচের সাথে একবার বল দেওয়া নেওয়া করে জোড়ালো শটে দলের চতুর্থ গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ।
এই জয়ের পর ৪ নম্বরে থাকা রিয়েল মাদ্রিদের পয়েন্ট ২০ ম্যাচে ৩৮। ২ পয়েন্ট বেশি নিয়ে ১ ধাপ এগিয়ে ভালেন্সিয়া।