বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় পর্তুগাল বনাম স্পেনের খেলার ফলাফল ৩-৩ এ ম্যাচটি ড্র হয়েছে।
খেলার শুরুতে ৪র্থ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল পায় পর্তুগাল। গোলটি করেছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু,১-০ গোলের ব্যবধানকে সমতায় নিয়ে আসেন ডিয়াগো কোস্তা। তিনি গোল করেন ২৪তম মিনিটে।
৪৪তম মিনিটে আরো একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।সেই সাথে শেষ হয় খেলার প্রথমার্ধ।
২য় অর্ধের শুরতেই ৫৫ তম মিনিটে ফ্রি কিক পেয়ে যায় স্পেন,সুযোগে গোল করেন কোস্তা।এরপরেই ২-২ গোলের ব্যবধানকে ৫৮তম মিনিটে ২-৩ তে নামিয়ে আনেন নাচো।
চাপের মুখে পর্তুগালের খেলা চলতে চলতে ফ্রী কিক পেয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন রোনালদো। ৮৮তম মিনিটে ৩য় গোল করেন। বিশ্বকাপের প্রথম খেলায় তিন তিনটি গোল করে ক্যারিয়ারের ৫১ তম হ্যাট ট্রিক করেন রোনালদো।