মৌসুমের শুরুতে বেশ খারাপ যাচ্ছিলো রিয়েল মাদ্রিদ ও রোনালদোর। অন্যদিকে একরকম কোন কম্পিটিশন ছাড়াই শিরোপার খুব কাছে চলে গেলো বার্সেলোনা। আর তাই মৌসুমের শুরু থেকেই নতুন খেলোয়াড়ের দিকে চোখ রিয়েল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের।
রিয়েল মাদ্রিদের চাওয়া নতুন খেলোয়ারের তালিকায় সবার উপরে আছে আর্জেন্টাইন তরুণ তারকা পাওলো দিবালা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ পত্রিকা দিয়ারিও গোল। পত্রিকাটি জানিয়েছে দিবালা বলেছেন “আমার (দিবালার) স্বপ্নের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিন ধরে আমি ক্রিস্টিয়ানোর সাথে খেলার স্বপ্ন দেখছি। এখন সুযোগ আসলেই তা হাতছাড়া করবো না”
এদিকে দিবালা রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার যথেষ্ট কারণ ও আছে। দিবালা রিয়েল মাদ্রিদে যোগ দিলে তাকে মেসির ছায়া তলে থাকতে হবে না। সেই ক্ষেত্রে ব্যালন ডি’অর জয়ের খুব কাছে চলে যেতে পারবেন এই আর্জেন্টাইন তারকা।
অন্যদিকে ডিয়ারিও গোল আরো জানিয়েছে দিবালার এই সিদ্ধান্তে খুশি নন মেসি। দিবালার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকার লিওনেল মেসি। কারণ মেসি চান না তার জাতীয় দলের কোন তারকা যাতে রিয়েল মাদ্রিদে যায়।