ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড। টসে জিতে উইন্ডিজকে বোলিংয়ে পাঠায় আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টরফিল্ড। ওয়েস্ট ইন্ডিজ এর ওপেনিংয়ে নামে সাই হোপ ও জন ক্যাম্পবেল।
ওপেনিংয়ে নেমে সাই হোপ ও ক্যাম্পবেল চালায় ব্যাটিং তান্ডব। আয়ারল্যান্ডের কোনো বোলারই এই দুই ক্যারিবিয়ানের সামনে টিকতে পারেনি। রীতিমতো আয়ারল্যান্ডের বোলারদের তুলোধুনো করেছে এই দুই ওপেনার। গড়ে ফেলেন রেকর্ড।
ওয়ানডে ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্ছ রানের জুটি গড়ে তোলে এই দুই ক্যারিবিয়ান স্টার। ১৩০.৬৬ স্ট্রাইকরেটে ব্যাটিং করা জন ক্যাম্পবেল খেলেন ১৩৭ বলে ১৭৯ রানের দূর্দান্ত ইনিংস। এর জন্য ক্যাম্পবেল মারেন ১৫ টি চার এবং ৬ টি ছক্কার মার।
অন্যদিকে ১১১. ৮৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাই হোপ ১৫২ বলে ১৭০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। ২২ টি চার এবং ২ টি ছক্কা মারেন হোপ।
এই দুইজন মিলে করেন ৩৬৫ রানের জুটি যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্ছ রানের ওপেনিং জুটি। যা এখন৷ উঠে গেছে রেকর্ডের খাতায়। এর আগে এই রেকর্ডের মালিক ছিলো পাকিস্তানের ফখর জামান ও ইমাম – উল – হক। তারা গড়েছিলেন ৩০৪ রানের ওপেনিং জুটি।