নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে গুঞ্জন অনেক আগে থেকেই। শুধু তাই নয় বার্সেলোনাতে যোগ দেওয়ার আগে থেকেই নেইমারকে দলে টানতে চেয়েছিলো রিয়েল মাদ্রিদ। কিন্তু সে সময় তা হয়নি।
গত আগস্টে রেকর্ড মূল্যে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। আর পিএসজিতে অভিষেক হওয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ক্লাব হয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন এই ব্রাজিলিয়ান পোষ্টারবয়।
অন্যদিকে ফরাসী ও স্প্যানিশ গণমাধ্যম গুলো দাবি করছে পিএসজিতে সুখে নেই নেইমার। কভানি ও কোচের সাথে দ্বন্দ্বে পর এমন খবর ছড়িয়ে পরে গণমাধ্যমে।
এবার সেই গুঞ্জন আরো জোড়ালো স্প্যানিশ টিভি। স্প্যানিশ টিভি দ্বাবি করছে “নেইমার রিয়েল মাদ্রিদে যেতা রাজি হয়েছে। পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার পর রিয়েল যাবেন তিনি। স্প্যানিশ টিভিতে আরো বলা হয়েছে নেইমার রিয়েলে তার জার্সি নম্বরি ঠিক করে দিয়েছে। আর সেটা হলো নম্বর ১০, যা বর্তমানে নেইমার পরে থাকেন।
রিয়েল মাদ্রিদে আগে এই জার্সি পরতেন হেমাস রদ্রিগেস। কিন্তু সে চলে যাওয়ার পর এই জার্সি পরে লুকা মদ্রিচ। নেইমার রিয়েলে আসলে এই জার্সি নেইমারকেই দিতে হবে।