এখনো রিয়েল মাদ্রিদের মূল দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিশিয়াস জুনিয়রের। তবে রিয়েলের যুব দলে অনেকবার নিজের জাদু দেখিয়েছেন তিনি। বর্তমানে রিয়েল মাদ্রিদের বেশির ভাগ খেলোয়াড় দেশের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত। আর এসময় ক্লাব ফুটবলের রিয়েলের রয়েছে ব্যপক ব্যস্ত সূচি রিয়েলকে খেলতে হবে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার ম্যাচ। এই জন্য রিয়েল কোচ লুপেতেগুয়ি রিয়েলের মূল দলে ডাক দিয়েছেন ভিনিশিয়াসকে। আর রিয়েলের মূল দল্র ডাক পেয়ে অনুশীলনে জাদু দেখালেন এই ব্রাজিলিয়ান তরুণ
রিয়েল মাদ্রিদ্র অনুশীলনের ভিনিশিয়াসের জাদুকরী বাইসাইকেল কিকের গোলটি দেখুন ভিডিও লিংকে দেখুন
https://m.facebook.com/story.php?story_fbid=332927063943969&id=1414808125487810