আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে দল ঘোষণা করা হয়েছিলো তাতে জায়গা হয়নি তাসকিন আহমেদ এর। তবে তিনি বর্তমানে ত্রিদেশীয় সিরিজের জন্য অবস্থান করছেন আয়ারল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে। গতকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো রাহির বদলে বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছে তাসকিন আহমেদ। এই খবরের সত্যতা যাচাই করতে গেলে দেখা মেলে বিসিবি সভাপতি ও নির্বাচকদের ভিন্ন মত।
তবে এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন তাসকিনের ব্যাপারে তিনি কি দলে জায়গা পাবেন কিনা?
এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, রাহির পরিবর্তে তাসকিনকে দলে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কিনা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে টিম ম্যানেজমেন্ট তাসকিনকে চায়।
পাপন আরো জানান, তাসকিন পুরোপুরিভাবে ফিট ও ভালো করলে স্কোয়াডে আসার সুযোগ আছে। যদিও রাহিকে কোনো ম্যাচে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়াটা ঠিক হবে না।
পাপন আরো বলেন, সবচেয়ে বড় কথা হলো আমারা এখনো সিদ্ধান্ত নেয়নি। রাহির ক্ষেত্রে তারা মনে করেন যে আলাদা কোনো ভেরিয়েশন নেই। একমাত্র মনে করে তাসকিন ভেরিয়েশন। কারণ তার উচ্চতা, বলের গতি, বলে বাউন্স করানো। কিন্তু ওর কোনো কিছু এখনো ঠিক হয়নি। কাজেই আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতে হয় তাহলে রাহিকে বাদ দিয়ে যদি তাসকিনকে ঢুকাতে চায় তাহলে এটা ঠিক হবে না।