ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তানের অধিনায়কত্ব করবেন রশিদ খান। আর রশিদ খানই হবে বাংলাদেশের জন্য একমাত্র হুমকি। এমনটা মনে করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বাংলাদেশের জন্য রশিদ খান হুমকি হয়ে দাঁড়াবে এটি মানতে নারাজ টাইগার ওপেনার সাদমান ইসলাম অনিক৷ তিনি রশিদকে নিয়ে উদ্ধিগ্ন নন৷
এ প্রসঙ্গে তিনি বলেন, রশিদ খানকে নিয়ে কোনো ভাবনা নেই। টি-টোয়েন্টি ম্যাচে বোলিং আর টেস্ট ম্যাচে বোলিং দুটো দুই জিনিস। আমাদের কাউকে নিয়ে ওরকম কোনো চিন্তা নেই। আমাদের দেশে অনেক ভালোমানের বোলার আছে সাথে ব্যাটসম্যানও। তাই আমার মনে হয় না রশিদ খান আমাদের জন্য বাড়তি চাপ হবে।
তিনি আরো বলেন, আফগানিস্তানের ভালো স্পিন আক্রমণ আছে। রশিদ নবিদের বোলিংয়ে বৈচিত্র আছে। আমি সেগুলো নিয়ে কাজ করছি। আমি যেমন ব্যাটিং করি, যেমন খেলি সে জায়গাতে থেকে নিজের মতো খেলার চেষ্টা করবো। আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি সেভাবেই পরিকল্পনা থাকবে।
রশিদ খানকে নিয়ে চিন্তায় পড়তে নারাজ সাদমান ইসলাম। তাই রশিদ খানকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন এই টাইগার ওপেনার।