দু’দিন আগে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে মন্তব্য করেছেন ভারতের জীবন্ত কিংবদন্তি শচিন টেন্ডুলকার। তিনি বলেছিলেন এবার বিশ্বকাপ ভারতই জিতবে। তার মতে ইংল্যান্ডের ব্যাটিং সহায়ক পিচে দারুণ সুবিধা পাবে তার দল। এজন্য তিনি সাফ জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপ তার দলই ঘরে তুলবে।
তবে শচিনের মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে বাংলাদেশের হয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো অভিষেক হয়েছিল মোস্তাফিজের৷ নিজের প্রথম বছরেই জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। তবে ইঞ্জুরির কারণে যাত্রা পথে ব্যাঘাত ঘটে মোস্তাফিজের। একের পর এক ইঞ্জুরি তাকে ছিটকে দেয় মাঠের বাইরে। বার বার ফিরে এসে নিজেকে প্রমান করেছেন এই পেসার। জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মোস্তাফিজ। সেখানে সাংবাদিকরা মোস্তাফিজকে প্রশ্ন করে নিজের প্রথম বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতি নিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজ বলেন, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ আমাদের খেলতে হবে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। ত্রিদেশীয় সিরিজে ভালো করার চেষ্টা থাকবে।
ক্রিকেট বিশ্বের কোনো ব্যাটসম্যানকে ভয় করেননা মোস্তাফিজ সাংবাদিকদের এমনটাই জানিয়ে দিলেন তিনি৷ মোস্তাফিজ বলেন, কোনো দলকে আমি কঠিন প্রতিপক্ষ মনে করছি না। আর কোনো ব্যাটসম্যানকে নিয়েও আমার কোনো ভয় নেই। আলাদা কাউকে নিয়ে ভাবছি না। এখন আমাদের কাজটাই করা হলো আসল। আমি কখনো চাপে থাকি না।
টেন্ডুলকার জানিয়েছেন মূলত ব্যাটসম্যানদের জন্যই তার দল এবার বিশ্বকাপ জিতবে। টেন্ডুলকারের সেই কথার পরে মোস্তাফিজ জানিয়েছেন কোনো ব্যাটসম্যানকে ভয় করেন না তিনি। ইংল্যান্ডের মাঠে ভালো খেলে বিশ্বকাপ ঘরে তুলতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।