লা লিগার এই মৌসুমের অভিষেক ম্যাচে আলাভেসের বিপক্ষে সহজ জয় পেল বার্সেলোনা। এই ম্যাচে দলের হয়ে বার্সেলোনা ক্লাব ইতিহাসের ৬০০০ তম গোল টি করেন লিওনেল মেসি এর আগে ৫০০০ তম গোলটিও মেসি করেছিলেন। দৃষ্টি নন্দন ফ্রিকিক থেকে ডিফেন্সের দেয়াল লাফিয়ে উঠলে পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেন মেসি। মেসির পর গোল খাতায় নাম লেখান কৌটিনহো। বাকা ভাবে দৌড়ে ডিবক্সের ভেতর তিন জন ডিফেন্ডারকে বানিয়ে বাকানো শট জালে পুরে দেন।
শেষ গোল টি আসে মেসি সুয়ারেজ নৈপুণ্যে, সুয়ারেজের উড়ন্ত বল বুকে নিয়ন্ত্রনে নিয়ে ডিবক্সের ভিতর থেকে গোল বারের কর্নার বরাবর নিচু শটে গোলটি করেন মেসি।
গোল গুলোর ভিডিও দেখতে এখানে লেখার উপর ক্লিক করুন