বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড এর খেলা রাশিয়ার স্পার্টাক স্টেডিয়ামে শুরু হয়।ম্যাচটি ড্র হয়েছে,ফলাফল ছিলো ১-১।
প্রখর রোদের তাপে খেলার ১৯তম মিনিটে গোল করেছেন আগুয়েরো।আগুয়েরো গোলটির পরে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে কোচ সাম্পাওলিকে। এর পরেই ২৩ তম মিনিটে সে উল্লাস থেমে যায়, গোল করেন ফিনবোগাসন।খেলার প্রথমার্ধে গোলের ব্যবধান ছিলো ১-১।প্রথমার্ধে ডিফেন্সে আর্জেন্টিনাকে কঠিন প্রতিযোগিতা দিয়েছে আইসল্যান্ড।
৬৪তম মিনিটে মেসি গোল হওয়ার এক দুর্দান্ত সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেন। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি মেসি।
অপরদিকে, আইসল্যান্ড এর প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোই ছিলো প্রশংসনীয়। ২য় অর্ধে আইসল্যান্ডকে আক্রমণ থেকে বেশি প্রতিরক্ষা করতে দেখা গেছে।সেই সাথে অতিরিক্ত সময়ে বেশ কয়েকবার আক্রমনের চেষ্টায় গিয়েও গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। সেই সাথে খেলার ফলাফল হয় ১-১ অর্থাৎ ড্র।
খেলা শেষে উচ্ছাস প্রকাশ করে আইসল্যান্ড দল, তবে মেসি সহ পুরো দল ছিলো হতাশ।