(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেসির খবর : ম্যারাডোনা পেলেকে পছনে ফেলে সর্বকালের সেরা হলেন মেসি | খেলার খবর

মেসির খবর : সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্ন প্রায় উত্তাপ ছড়ায় ফুটবল বিশ্বে। ফুটবলে কিংবদন্তিদের কাতার রয়েছে অনেক লম্বা। তবে সেইসব কিংবদন্তিদের মাঝে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে থাকেন কেবল একজনই। সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে সবার আগে নামটি আসে ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি কালো মানিক পেলের নাম এবং আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তবে এবার সেই পেলেকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার ঘোষণা করেছে ব্রিটিশ ম্যাগাজিন “ফোর ফোর টু” যা নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে।

সর্বমোট পাঁচজন ফুটবলারকে সর্বকালের সেরা হিসেবে ঘোষণা দিয়েছে “ফোর ফোর টু”। তাদের প্রকাশিত এই তালিকায় সবার উপরে অর্থ্যাৎ ১ নম্বরে অবস্থান করছেন লিওনেল মেসি। মেসির পরে দ্বিতীয় স্থানটিও আর্জেন্টাইনদের দখলে। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩ নম্বরে স্থান দিয়েছে ব্রিটিশ ম্যাগাজিনটি। তালিকার চার নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে তিনটি তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে চার নম্বরে রেখেছে “ফোর ফোর টু”।

তালিকার পঞ্চম ও শেষ স্থানে অবস্থান করছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি জিনেদিন জিদান।

এক নজরে “ফোর ফোর টু” এর সর্বকালের সেরা ফুটবলারদের তালিকাঃ

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২. দিয়াগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
৪. পেলে (ব্রাজিল)
৫. জিনেদিন জিদান (ফ্রান্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks