সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে এখনো টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এই সফরে থাকছেন না বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। ব্যক্তিগত কারণে এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এখন প্রশ্ন উঠেছে মুশফিকের জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন কোন খেলোয়াড়। এবার এই প্রশ্নের উত্তর মিললো।
মুশফিকের বদলে পাকিস্তান সফরে ডাক পেতে পারেন ইমরুল কায়েস। এবারের বিপিএলে দূর্দান্ত পারফর্ম করেছেন তিনি। চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অনেক জয়ে অবদান রেখেছেন তিনি। ব্যাট হাতে ১৩ ম্যাচে ৪৪২ রান করেছেন ইমরুল। ৪৯.১১ গড়ে ৪ টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৩২.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য নিসঃন্দেহে তিনি নজরে আসবেন বিসিবি নির্বাচকদের। মুশফিকের পরিবর্তে টি-টোয়েন্টি দলে মিডল অর্ডারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইমরুল।