আগামী ৩০ মে ইংল্যান্ড – দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ এর। এরই মধ্যে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা শেষ। দলে বেশ কিছু চমক রয়েছে। তার সাথে আছে অভিজ্ঞতায় পূর্ণ বেশ কিছু খেলোয়াড়। যারা বাংলাদেশ দলকে নিজেদের পারফরম্যান্স দিয়ে নিয়ে গিয়েছে অন্য এক পর্যায়ে। তাই এবার বাংলাদেশ দলের দিকে চোখ রয়েছে অনেকের।
এদিকে মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম বলেন, যদি খাঁটি ব্যাটসম্যান হিসেবে দেখা হয় তাহলে বাংলাদেশকে ম্যাচ জিতানোর ক্ষমতা রাখেন মুশফিকুর রহিম। সে উইকেটের চারপাশেই খেলতে সক্ষম৷ তার মধ্যে অনেক উদ্যম রয়েছে। স্পিনার এবং পেসারদের বিপক্ষে সে দূর্দান্ত স্লগ সুইপ খেলে। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল হাতিয়ার হলো মুশফিক।