আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র ইবাদতের মাস মাহে রমজান। মাহে রমজানে মুসল্লিগণ টানা ৩০ দিন রোজা রাখার মাধ্যমে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আর এই রমজানকে সামনে রেখে ফুটবল জগত থেকে মুসলমানদের জন্য এক সুন্দর বার্তা পাঠিয়েছে ফ্রান্সের জনপ্রিয় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ( পিএসজি) এর তারকা ফুটবলাররা।
লিগ ওয়ানে খেলা পিএসজি অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাব সারা বিশ্বে। আর এই ক্লাবে রয়েছে নেইমার, এম্বাপ্পের মতো ফুটবলের বড় তারকারা।
রমজান উপলক্ষে পিএসজি তারকারা অত্যন্ত দৃষ্টিনন্দক একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যা নজর কাড়বে সকলের। নেইমার, কাইলিয়ান এম্বাপ্পে, প্রেসনেল কিম্পেম্বে, জুলিয়ান ড্রেক্সলার মাহে রমজান উপলক্ষে সকল মুসলিমদের প্রতি জানিয়েছে রমজানের শুভেচ্ছা। রামাদান মুবারাক বলে সকল মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালেন এই তারকারা।