ব্রিস্টলে আজ বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দুইদলেরই এটি হতে যাচ্ছে চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচে দুই দলই জয় পেয়েছেন একটিতে। শ্রীলঙ্কার একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় ১পয়েন্ট এগিয়ে আছে বাংলাদেশ থেকে। তাই এই ম্যাচে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই দলের জন্য।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে এটা সকলেরই জানা। তামিম, সৌম্য, মিথুন একটি ম্যাচেও নিজেদের সেরাটা দিতে পারেননি। তাই বদল তো হচ্ছেই।
শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে তাই টিম ম্যানেজমেন্ট ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন একাদশ নিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন/মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।