বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে আম্পায়ারিং নিয়ে হয়েছিলো তুমুল সমালোচনা। মূলত লিটন দাসের আউটটি নট আউট হলেও থার্ড আম্পায়ারে থাকা আলিম দার সেটিকে আউট ঘোষণা করে৷ রিপ্লতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো বলটি মাটি স্পর্শ করে ফিল্ডারের হাতে গিয়েছিলো। এরপরে সৌম্য সরকারের এলবিডব্লিউয়ের আবেদন করলে মাঠ আম্পায়ার আউট এর সিদ্ধান্ত দেন। রিভিও নিয়ে থার্ড আম্পায়ারের কাছে যান সৌম্য কিন্তু থার্ড আম্পায়ারে থাকা আলিম দার আল্ট্রা এজ না ব্যাবহার করেই সৌম্য সরকারকে আউট ঘোষণা করে দেয়। অথচ রিপ্লেতে দেখা গেছে বলটি সৌম্যের একেবারে ব্যাট ঘেষেই গিয়েছিলো।
বাংলাদেশের ম্যাচে আলিম দারের এমন ভুল সিদ্ধান্ত নতুন নয়। তাইতো আলিম দার যেই ম্যাচে থাকবে সেই ম্যাচে বাংলাদেশ ১২ জনের বিপক্ষে খেলবে এমনটি বলে থাকে।
আগামী ২ জুলায় ভারতের বিপক্ষে বাঁচা – মরার ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে এর আগে বাংলাদেশের জন্য আরেক দুঃসংবাদ বয়ে আনলো আইসিসি। ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছে আলিম দার। অবশ্যই বিশ্বকাপ শুরুর আগ থেকেই নির্ধারণ করা ছিলো এটি।