আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে পায়ের পেশিতে টান লাগে মাহমুদুল্লাহ রিয়াদের। চালিয়ে গেছেন ব্যাটিং। তবে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।
ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহকে পাবে নাকি বাংলাদেশ এ নিয়ে ছিলো শঙ্কা। তার চোট নিশ্চিতভাবে জানা যায়নি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। তবে এবার তার চোট নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। জানালেন থাকবেন কিনা ভারতের বিপক্ষে।
সুজন জানান, মানছি এটা গ্রেড ওয়ান টেয়র। কিন্তু আমাদের তো আর কালকেই ম্যাচ খেলতে হচ্ছে না। হাতে এখনো পুরো সময় আছে। খেলতেই পারবে এইরকম দাবি করছি না তবে ৫০-৫০ চান্স আছে।