অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারালো ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ভারত। অঘোষিত ফাইনালে অস্ট্রেলিয়া ভারত কে হারিয়েছে ৩৫ রানে। আর এই জয়ের মাধ্যমে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারনী এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছ অস্ট্রেলিয়ার দুই ওপেনার। সেঞ্চুরির দেখা পেয়েছেন উসমান খাজা। এছাড়া হাফ সেঞ্চুরি করেছেন হ্যান্ডসকম্ব। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তুলতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি নিয়েছেন তিনটি উইকেট।
২৭৩ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়েছে ভারত। তবে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলি আউট হয়েছেন মাত্র ২০ রান করে। শেষের দিকে যাদব ও ভুবনেশ্বর কুমার কিছুটা আশা জাগালেও শেষ রক্ষা করতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারতের ইনিংস স্থানে ২৩৭ রানে। যার ফলে ৩৫ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করেছেন জাম্পা। তিনি নিয়েছেন তিনটি উইকেট। সিরিজের শেষ ম্যাচে এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া।