২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানির হারের ক্ষত হয়তো কখনো শুকাবে না। এই বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকপের ২১ তম আসর। যেটি অনুষ্ঠিত হবে রাশিয়াতে।গত কয়েক দিন রাশিয়া বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জনান নেইমার।
এ সময় নেইমার বলেন ২০১৪ সালে কি হয়েছে তা নিয়ে আমি একদম ভাবি না। আমি এখন অনেক পরিণত। আমাদের দল দারুণ ছন্দে আছে। ব্রাজিল কে বিশ্বকাপ জিতাতে আমি প্রস্তুত।
এরপর নেইমার আরো বলেন, আমার এখন একটাই লক্ষ্য যা হল রাশিয়া বিশ্বকাপ জয়। আমাদের দল বিশ্বকাপে হট ফেভারিট। এই দলই পারবে বিশ্বকাপ জিততে।
নেইমারের এমন কথা ২০১৮ সালে বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছে।