বিপিএলে আজ প্লে অফ নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে অফ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলের কাছে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে খুলনা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট হাতে যেনো ব্যর্থ কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা। তবে আজকে এদিক দিয়ে ব্যতিক্রম ছিলেন সাব্বির রহমান।
বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে ছিলেন সাব্বির রহমান। বিপিএলেও একের পর এক ব্যর্থতার মুখ দেখে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে যেনো ব্যর্থ পুরো বিপিএল জুড়েই। এর জন্য বেশ সমালোচিত হয়েছেন সাব্বির। তবে আজ ব্যাট হাতে সমালোচনার জবাবটা ভালোভাবেই দিলেন তিনি।
তবে আজ প্লে অফ নিশ্চিত করার ম্যাচে জ্বলে উঠলো সাব্বিরের ব্যাট। খেলেছেন অসাধারণ একটি ইনিংস। দলের সবাই যখন একে একে সাঝঘরে ফিরে যাচ্ছে তখন কুমিল্লার ব্যাটিংয়ের ভরসা হয়ে দাঁড়িয়ে ছিলেন সাব্বির।
ব্যাট হাতে এবারের বিপিএলের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিলেন সাব্বির। টর্নেডো একটি ইনিংস খেলে দূর্দান্ত এই হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ৩৯ বলে ৬২ রানের অসাধারণ ইনিংস খেলেন সাব্বির। তার ইনিংসটি সাজানো ছিলো ৭ টি চার এবং ২ টি ছক্কায়। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তিনি। ১৪৫ রানেই গুটিয়ে যায় কুমিল্লা ওয়ারিয়র্স। ফলে ৩৪ রানের জয় পেয়ে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স।