বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি বিন মর্তুজা। বেশ কিছুদিন ধরেই মাশরাফির অবসর নিয়েই গুঞ্জন চলছে। এই গুঞ্জনের মধ্যে এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির না থাকা আরো সমালোচনার জন্ম দিয়েছে।
তবে এবার এর খোলাসা করেছেন খোদ বিসিবি বস নাজমুল হাসান পাপন। রোববার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চুক্তি নিয়ে কথা বলেন পাপন।
পাপনের কথায় আভাস পাওয়া যায় মাশরাফির অনুরোধেই নাকি তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।
এ ব্যাপারে পাপন বলেন, কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মাশরাফি কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার কথা বলেছে। সে খেলার মধ্যে আছে কিন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। ও এর জন্য যে কারণ বলেছে, ও না থাকলে ওর জায়গায় নতুন একজন খেলোয়াড় সুযোগ পাবে। আমরা এটা গ্রহণ করেছি। তাই কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে সেটাই হয়তো মাশরাফির নাম থাকছে না।
গত ৩১ ডিসেম্বর ইতিমধ্যে বিসিবির কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বিসিবির বোর্ড সভায়। টি-২০ ও টেস্টের কথা মাথায় রেখে এবারের চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা।
এ ব্যাপারে পাপন জানান, বেশ কিছু কারণে আজকে উত্থাপিত তালিকা আপডেট করতে বলেছি। আমরা মনে করছি, এখানটাই কিছু পরিবর্তন দরকার। নতুন বেশ কিছু খেলোয়াড় যারা ভালো খেলছে, তাদেরকেও চুক্তিতে আনা যায় কি না, সেই জিনিসটা দেখা। ১৫ তারিখে আবার এটা নিয়ে বসব।
বিসিবি বসের কথায় এটা স্পষ্ট যে, মাশরাফির ইচ্ছাতেই তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। মূলত নতুন খেলোয়াড়দেরকে সুযোগ দেয়ার জন্য নিজেকে চুক্তি থেকে সরিয়ে এনেছে মাশরাফি।