ক্রিকেট অঙ্গনে বর্তমানে মূখ্য বলে বিবেচিত হচ্ছে অর্থ। আন্তর্জাতিক পর্যায়ের খেলা বাদে রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিযুক্ত টি-টোয়েন্টি লিগ। এর মধ্যে অন্যতম হলো আইপিএল, বিপিএল, বিগব্যাশ ও সিপিএলের মতো জনপ্রিয় টি-২০ লিগ। সব মিলিয়ে অর্থের মোটা অংক পেয়ে থাকেন বিশ্বের ক্রিকেটাররা। ২২ গজের রোজগার তো আছেই সাথে আছে বিভিন্ন বিজ্ঞাপন হতে আয়৷
এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের সেরা ৫ ধনী ক্রিকেটারদের তালিকা—
১.মহেন্দ্র সিং ধোনিঃ— ক্রিকেট পাড়ার সবচেয়ে ধনী খেলোয়াড়ের তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা ১০ ক্রিকেটারদের তালিকায় শীর্ষস্থানে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও টাইম ম্যাগাজিনের সেরা ১০০ তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনি।
২.শচীন টেন্ডুলকারঃ— ক্রিকেট থেকে অবসর নিয়েও ধনী ক্রিকেটারদের তালিকায় দুইয়ে অবস্থান করছেন ভারতীয় এই কিংবদন্তি। ক্রিকেটের এই ঈশ্বরের আয় ১১৮ মিলিয়ন মার্কিন ডলার। যার পুরোটাই আসে এন্ডোর্সমেন্ট থেকে।
৩. ভিরাট কোহলিঃ— সেরা পাঁচ ধনী ক্রিকেটারদের ৩ নাম্বার জায়গাটিও দখল করেছেন ভারতীয় ক্রিকেটার। ভিরাট কোহলির আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। ৪ মিলিয়ন ডলার বেতন পান কোহলি। এন্ডোর্সমেন্ট থেকে তার আয় ২১ মিলিয়ন ডলার। এছাড়াও শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডে যেমনঃ পুমা, এমআরএফ,কোলগেট ইত্যাদির বিজ্ঞাপন করে থাকেন কোহলি।
৪. গৌতম গম্ভিরঃ— ক্রিকেট থেকে ইতিমধ্যে গম্ভিরও অবসর নিয়েছেন। কিন্তু এখনো অবস্থান করছেন সেরা ৫ ধনী ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে। তার মোট আয় ২১ মিলিয়ন ডলার।
৫.ক্রিস গেইলঃ— ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। যিনি ইউনিভার্সাল বস নামেও পরিচিত। যার আয় ২৫ মিলিয়ন ডলার। বেতন থেকে পান ৪ মিলিয়ন ডলার। এন্ডোর্সমেন্ট থেকে আয় করেন ৩ মিলিয়ন ডলার। এছাড়াও প্রায় সব টি-টোয়েন্টি লিগেই দেখা যায় ক্যারিবিয়ান এই স্টারকে।