(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বকাপ ২০২২ : মেসির খবর : “কাতার বিশ্বকাপেই শেষ নয়” – যে সুখবর দিল মেসি

বিশ্বকাপ ২০২২ : মেসির খবর : “কাতার বিশ্বকাপেই শেষ নয়” – যে সুখবর দিল মেসি : কিছুদিন আগেই গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এরপরই ফুটবল মহলে এ নিয়ে চলছে আলোচনা। প্রিয় ফুটবলারকে উপভোগ করার জন্য আর মাত্র একটি বিশ্বকাপই পাবে বিশ্বফুটবলের কোটি ভক্তরা। লিওনেল মেসির এমন ঘোষণার প্রায় শোকের ছায়া নেমে এসেছিল ফুটবল মহলে। তবে এবার আর্জেন্টিনা ভক্তদের দারুণ সুখবর দিলেন লিওনেল মেসি। আসন্ন বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ নাও হতে পারে বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের বাকি আছে আর মাত্র ৩০ দিন। আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তারা। এর আগেই লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার যেনো শেষ নেই ভক্ত এবং সাংবাদিকদের মাঝে। বিশ্বকাপের আগে মেসির একের পর এক সাক্ষাৎকার নিতে ব্যস্ত সংবাদমাধ্যমগুলো। এছাড়াও সবারই ধারণা ছিল কাতার বিশ্বকাপই হবে মেসির শেষ বিশ্বকাপ। কিছুদিন আগে সবার ধারণাকে বাস্তবে রূপ দিয়েছিলেন মেসি। জানিয়ে দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে এবার নিজের সেই ঘোষণার কিছুটা বদল করে ভক্তদের সুখবর দিল মেসি।

সম্প্রতি ডিরেক্ট টিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন এটি তার শেষ বিশ্বকাপ নাও হতে পারে। এ প্রসঙ্গে লিওনেল মেসি বলেন,

“এই মুহুর্তে শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। কিন্তু কিছুদিন আগে যখন আমি বলেছিলাম এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে সেটা বলেছিলাম বয়সের বিষয়টা মাথায় রেখেই। তবে এখনই নয়, বিশ্বকাপের পরে কি হবে সেটা তখনই দেখা যাবে।” বিশ্বকাপ ২০২২ : মেসির খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks