(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনার খবর। এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা


Will Lionel Messi Win Qatar World Cup 2022? Argentine legend Carlos Tevez talk about argentina world cup winning possibility.
Carlos Tevez: “It would make me very happy if Messi were to lift the cup in Qatar. I see a very united group, they go on vacation together and that’s not normal. We have great chances of being able to lift the cup.”

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে হট ফেভারিটের তালিকায় আছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। অনেকের মতে এগিয়ে আছে ব্রাজিল আবার অনেকের মধ্যে এগিয়ে আছে আর্জেন্টিনা

সেইসব বিশ্লেষণের তোয়াক্কা না করে সরাসরি নিজের দেশ আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতো এবারও লিওনেল মেসির হাতেই উঠতে যাচ্ছে বিশ্বকাপ। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে মাঠে নামছেন মেসি।

তারকা এই ফরোয়ার্ডের হাতে এবার বিশ্বকাপ শিরোপা উঠবে এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। ভক্তদের কথার সঙ্গে মিল রেখে আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কার্লোস তেভেজ কথা বলেছেন লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ডের বলেন, “মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। বলেন, কাতারে মেসির হাতে বিশ্বকাপ উঠতে দেখলে খুব খুশিই হবো। আমি আর্জেন্টিনাকে একটি ঐক্যবদ্ধ দল দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে।’ তেভেজের মন্তব্যটি টুইট করেছেন মুন্দো আলবিসেলেস্তের সাংবাদিক রয় নেমারও”।

কার্লোস তেভেসের এই কথার পর এবার নতুন করে আশায় বুক বেঁধেছে আর্জেন্টিনা ভক্তরা। দীর্ঘদিনের শিরোপা কাটিয়ে তবে কি এবার কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks