ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠতে আর নেই বেশীদিন। এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের পিচ হবে ব্যাটিং এর পক্ষে। ধারনা করা যাচ্চে ব্যাটসম্যানরা রাজত্ব করবে এবারের বিশ্বকাপে। বোলারদের সুবিধা পেতে বেশ বাঁক পেতে হবে এই পিচে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনাআপও পড়ে বেশ শক্তিশালী কাতারে। ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আছেন দারুণ ফর্মে।
এদিকে ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি খেলোয়াড় মাইকেল ভন বাংলাদেশের ব্যাটসম্যানদের একটা নাম্বার দিয়ে তুলনা করেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের তিনি ১০ এর মধ্যে ৬ নাম্বার দিলেন এবং বাংলাদেশের বোলারদের নিয়ে তিনি কোনো নাম্বারই দেননি। অবাক করার বিষয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপে থাকা তামিম, সৌম্য,সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের মতো তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া শক্তিশালী লাইনআপকে ভন শুধু মাত্র ৬ নাম্বার দিলেন!