কিছুদিন আগেই লিওনেল মেসি ইউরোপের শীর্ষ পাঁচটি বিভাগে যেকোন ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোল করে গার্ড মুলারের রেকর্ড ভাঙেন।
জার্মানির এই খেলোয়াড় তার ক্যারিয়ার জীবনে অগণিত পুরস্কার প্রাপ্ত পান। তবে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, তার দেশের জন্য আন্তর্জাতিক মানের গৌরব অর্জন করায়।
তবে প্যারিস সেইন্ট-জার্মেইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া, এই ধ্যানধারণায় বিশ্বাস করেন না এবং তিনি মনে করেন মেসি ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা সত্ত্বেও একজন কিংবদন্তি।
“মেসি ইতোমধ্যেই সর্বকালের সেরা খেলোয়াড় এবং বিশ্বকাপ জয় করে তা তিনি নিশ্চিত করবেন, তবে তিনি এখনো সবচেয়ে সেরা,” ডি মারিয়া ২০২২ ওয়ার্ল্ড কাপ সুপ্রীম ডেলিভারি এবং লিগ্যাসি কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই কথা জানান।
ডি মারিয়া আরো বলেন:-
“আর্জেন্টিনা সব টুর্নামেন্টেই সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে এবং এই বছরে এটিই হবে।”
“যার প্রধান কারণ আমাদের মেসি আছে। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার মত আরো উচ্চ পর্যায়ের অন্য দল রয়েছে যেমন স্পেইন বা ফ্রান্স, কিন্তু আর্জিণ্টিনা সবচেয়ে সেরা.”