ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার সকলের কাছেই পরিচিত। বাংলাদেশকে নিয়ে খুব বেশি একটা প্রশংসা তার মুখ থেকে শুনা যায় না। কমেন্ট্রিতে বসে বেশ কিছুবার বাংলাদেশ সম্পর্কে কটুক্তি করেছেন তিনি।
কিন্তু এবার বললেন তার উল্টোটা। বিশ্বকাপ জয় নিয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের দারুণ সম্ভাবনা দেখছেন সুনিল।
বাংলাদেশে কি বিশ্বকাপ জিততে পারবে সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সুনিল গাভাস্কার বলেন, হোয়াই নট মানে কেনো না। তিনি বলেন, বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করবে এবারের বিশ্বকাপে।
সুনিল আরো বলেন, ১৯৮৩ সালে যেভাবে ভারত বিশ্বকাপ জিতে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলো ঠিক তেমনি বাংলাদেশ বিশ্বকাপ জিতে পুরো বিশ্বকে চমকে দিবে।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পর্কে সুনিল গাভাস্কার বলেন, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। বাংলাদেশ দলের মিডেল অর্ডারে সাকিব বাংলাদেশকে অনেক সহায়তা করবে।
বিপিএল সম্পর্কেও সুনিল বললেন সম্ভাবনাময় কথা।
তিনি বলেন, বিপিএল বাংলাদেশ দলকে অনেক উন্নতি করতে সাহায্য করেছে। বাংলাদেশ দলের অনেক উন্নতি ঘটেছে গত কয়েক বছরে। এর পিছনে বিপিএলের অনেক বড় ভূমিকা রয়েছে।
সব মিলিয়ে সুনিল গাভাস্কার জানিয়ে দিলেন ভারতের মতো বাংলাদেশ দলও পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে বিশ্বকাপ জিতে।