আগামী ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ ইংল্যান্ড বিশ্বকাপের। বিশ্বকাপকে সামনে রেখে সকল দলই ইতিমধ্যে প্রস্তুতি গ্রহন করা শুরু করে দিয়েছে। বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিচ্ছেন।
এদিকে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার বিশ্বকাপ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন। শচিন টেন্ডুলকার বলেন, বিশ্বকাপ এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হলেও ট্রফি ভারতের ঘরেই আসবে। শুনেছি বিশ্বকাপের সময় খুব গরম থাকবে। যেমনটা ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। পিচ থেকে সব আদ্রতা চলে যায়। তাপমাত্রা যতই বাড়বে, পিচ ততই সাহায্য করবে ব্যাটসম্যানদের। আমি নিশ্চিত বিশ্বকাপ অসাধারণ পিচে খেলা হবে।
শচিন আরো বলেন, চড়া রোদের মধ্যে বোলাররা তেমন সুবিধা পাবে না। পার্থক্য গড়ে দিতে পারে মেঘে ঢাকা আকাশ। সেই সময় বল নড়াচড়া করতে পারে। তবে সেটা বেশিক্ষন হবে না। এক – দুই ওভার পর থেকেই সুইং বন্ধ হয়ে যাবে৷
এই কথার মাধ্যমে শচিন জানিয়ে দিলেন এবার ভারতই বিশ্বকাপ জিতবে। তার এই কথা কতটুকু সত্যি হয় তা বলে দেবে সময়।