বার্সেলোনার প্রাণ বলা হয় লিওনেল মেসিকে। মেসি ছাড়া বার্সা যে অচল পয়সা তা প্রমাণ হয়েছে অনেকবার। তবে এখন বার্সা নয় মেসির চিন্তা করা উচিৎ বিশ্বকাপ নিয়ে- এমনটা মনে করে সাবেক আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অস্কার রোজারী।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক এই আর্জেন্টাইন তারকা বলেন “আমার মনে হয় মেসির এখন বার্সাতে আর খেলা উচিৎ নয়। তার উচিৎ দেশে এসে জাতীয় দলের সাথে অনুশীলনে যোগ দেওয়া। নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া। কারণ একটা ইনজুরি এখন মেসিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে”।
“আমরা বিশ্বকাপের ৬৫ দিন আগে ক্যাম্পে যোগ দিয়েছিলাম। তখন আমাদের মাথায় বিশ্বকাপ ছাড়া অন্যকোন কিছু ছিলো না। আর আমরা তার ফল পেয়েছি”।
এর পর রোজারী আরো বলেন “আমি মেসি কে বললো সে যেন বার্সা সভাপতিকে বলে এটা তার জীবনের শেষ বিশ্বকাপ, তাই বিশ্বকাপের আগে তাকে ক্লাব থেকে অবসর দিতে। যাতে করে সে যেন বেশি বেশি জাতীয় দলের সাথে অনুশীলন করতে পারে”।
রাশিয়াতে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটাতে চাই আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের যত স্বপ্ন মেসিকে ঘিরেই। আর তাই মেসিকে কোন ধরনের ঝামেলায় না পরতে আগে থেকেই সতর্ক করছে আর্জেন্টাইন কিংবদন্তীরা।