নিউজিল্যান্ডের বিপক্ষে করুণ হার দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে হলো ভারতকে। ওল্ড ট্রাফর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৮ রানের নাটকীয় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
ভারতের এই শোচনীয় হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ভারতীয় ভক্তদের সমালোচনার ঝড়। কেনইবা করবে না সমালোচনা? দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মতো শক্তিশালী দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা বিশ্বকাপের সেমিফাইনালে এসে তিনজনে মিলে করলো মাত্র ৩ রান! বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দেখা যায়নি সেই চিরচেনা ভিরাট কোহলিকে। অনেকে অভিযোগ তুলেছেন ভিরাটের অধিনায়কত্ব নিয়েও। ভক্তদের দাবি ধোনি এবং রোহিতের দ্বারাই পরিচালিত হন ভিরাট। নিজে কোনো গেম প্ল্যান করতে পারেননা।
অধিনায়কের আসন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন কোহলি। এমন খবর চাউর হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। খুব শীঘ্রই অধিনায়কের আসন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন কোহলি এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ পত্রিকাগুলো।
তবে ম্যাচের শুরুতেই ভিরাট কোহলিকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাবে কোহলি বলেন, তিনি এই ব্যাপারে দেশে গিয়েই সিদ্ধান্ত জানাবেন।