বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নিচ্ছে প্রত্যেকটি দল। আফগানিস্তানের সাথে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান দেখিয়েছে চমক। পাকিস্তানকে যেনো হেসে খেলে উড়িয়ে দিলো আফগানরা। এই ম্যাচ জেতার মাধ্যমে তাদের আত্নবিশ্বাস তুঙ্গে উঠেছেতো বটেই। তাই এবার নবি জানালেন তাদের বিশ্বকাপ পরিকল্পনার কথা৷
মোহাম্মদ নবি বিশ্বকাপ পরিকল্পনা জানাতে গিয়ে টানলেন বাংলাদেশ দলকে কথার মাধ্যমে যেনো জানান দিলেন বাংলাদেশকেও তারা পাকিস্তানের মতো হেসে খেলে উড়িয়ে দিবে।
এ ব্যাপারে নবি বলেন, দেশের মানুষের প্রত্যাশা এখন অনেক বড় কিছুর। কারণ শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের সাথে আমরা ধারাবাহিকভাবে জিতেছি। আর সেটাই আমদের বিশ্বকাপে জয়ের সুযোগ বাড়িয়ে দিচ্ছে। আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক। আমরা প্রস্তুত।
তিনি আরো বলেন, দুই বা তিনজন খেলোয়াড় আইপিএলে ছিলো, শীর্ষমানের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে আমাদের এবং ওয়ার্মআপেও পাকিস্তানকে হারালাম। এখানে আমরা হারতে আসিনি, যতগুলো ম্যাচ পারি জিততে চাই।
আফগানিস্তান দলের বরাবরই কথার অস্র ধারালো। বিভিন্ন উদ্ভট মন্তব্য করে সবসময়ই সমালোচনার পাত্র আফগান ক্রিকেটাররা।