সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক গুলাবাদিন নায়েব।
ব্যাটিংয়ে নেমে দূর্দান্তভাবে খেলে যাচ্ছিলেন বাংলাদেশের ওপেনিংয়ে নামা তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু দলীয় ২৩ রানের সময় বিতর্কিতভাবে আলিম দারে আউট ঘোষণায় আউট হয়ে যান লিটন।
লিটনের পরেই তিনে স্ট্রাইকে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচে নামার আগে সাকিব দাঁড়িয়ে ছিলেন দূর্দান্ত একটি মাইলফলকের সামনে। এই ম্যাচে ২৩ রান করলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। এমন সমিকরণে তামিমের সাথে জুটি বেঁধে ২৩ রান করে চলতি বিশ্বকাপে নিজের ১০০০ পূর্ণ করেন সাকিব আল হাসান।
এছাড়াও নিজের হারানো স্থানও ফিরে পান সাকিব। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্ছ রানের মালিক আবারো সাকিব আল হাসান। এদিকে সাকিব তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপে তার ৩য় অর্ধশতক।