আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের। ইতিমধ্যে সব দলেরই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। সব দলই পেয়ে গেছে তাদের নির্দিষ্ট অধিনায়ক। বাংলাদেশ দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে তাদের অধিনায়ক হিসেবে। ২০১৫ সালে অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশ দলকে নিয়ে গেছেন এক অন্য পর্যায়ে। এবারের বিশ্বকাপে কোনো অধিনায়কই টানা দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছে না একমাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া। তাই তার অভিজ্ঞতাটাও বেশী বলা যেতে পারে।
এদিকে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সেরা অধিনায়ক বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং দ্রুত গতির পেসার শোয়েব আক্তার। সসম্প্রতি পিটিভি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
শোয়েব আক্তার বলেন, আমার মতে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে টাইগারদের বেশী উচ্চবিলাসী হওয়া যাবে না। নিজের সেরা খেলাটা খেলতে হবে। তাহলেই বিশ্বমঞ্চে ভালো করবে তারা।
মাশরাফির নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং গত বছর এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। এ কারনেই মোরগান-কোহলিদের থেকে মাশরাফিকে এগিয়ে রাখছেন শোয়েব আক্তার।