বিশ্বকাপে দূর্দান্ত ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত রেকর্ড গড়ার মাধ্যমেই শুরু করেছে ন তিনি বিশ্বকাপ। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে হোক সাকিব আলো ছড়াচ্ছেন সবখানেই।
সম্প্রতি বিশ্বকাপের ফ্যান্টাসি একাদশ তৈরি করা হয়েছে। এটি মূলত এখন পর্যন্ত যে কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে দূর্দান্ত পারফর্ম করা খেলোয়াড়দেরকে নিয়ে। বিশ্বকাপের এই ফ্যান্টাসি একাদশে ঠাই পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
ফ্যান্টাসি একাদশে সাকিবের স্থান পঞ্চম। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা। প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন রোহিত। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ একটি সেঞ্চুরি করেন ওয়ার্নার। এ তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। একাদশের চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। পঞ্চম স্থানে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের পরে থাকছেন শ্রীলঙ্কার উইকেট কিপার কুশল পেরেরা। সপ্তম স্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। এরপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এরপরে থাকছেন প্যাট কুমিন্স। এরপরে আছেন ভারতের স্পিনার ইয়ুযবেন্দ্র চাহল। জাস্প্রিত বুমরাহও থাকছেন এই দলে।