অবশেষে রিয়েল মাদ্রিদ মৌসুমের মাঝামাঝি এসে নেইমারকে তাদের দলে ভেড়াতে চেষ্টা করছে।
এই ট্রান্সফারটি শুধুমাত্র অর্থের বিনিময়ে হয়তো হচ্ছে না। বিশাল অংকের অর্থের বিনিময়ের সাথে দলটি সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও দিতে প্রস্তুত আছে রিয়েল মাদ্রিদ– এমনই জানা যায়।
রিয়াল মাদ্রিদ এর প্রেসিডেন্ট ফ্লরেনটিনো পেরেজ একজন বিশাল ব্রাজিলের ফ্যান।তিনি মূলত চাচ্ছেন- দক্ষিন আমেরিকান এই পোস্টার বয় তার দলে যোগদান করুক ২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এর পরপরই। এবং এরজন্য রোনালদো এবং অর্থ এই দুটিই দিতে প্রস্তুত রিয়েল মাদ্রিদ।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী ব্রাজিলীয়ান তারকা নেইমার, বার্সালোনা ছেড়ে চলে গত মৌসুমে লীগ -১ এর দল পিসজিতে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন।
এদিকে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকায় রোনালদো নেমে গেলেন ৪৯তম পর্যায়ে। নেইমার হয়ে উঠলেন সবচাইতে দামী খেলোয়াড়।