বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান করে ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে সব ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সাকিব খেলে গিয়েছেন দূর্দান্তভাবে। তুলে নিলেন সেঞ্চুরি। গড়লেন অসাধারণ এক বিশ্বকাপ ইতিহাস।
সাকিব খেলছেন তার চতুর্থ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচেই গড়লেন ইতিহাস লেখা কীর্তি৷
২০১৫ সালে বিশ্বকাপ শেষে ব্যাট বল হাতে দলের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব। সেই কীর্তি মুছে যেতে দেননি সাকিব। ধরে রেখেছেন সেই কীর্তি। এছাড়াও নিজস্ব অর্জনে অলরাউন্ডারদের এক এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি।
তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ শতাধিক রান এবং ২৫ কিংবা তার অধিক উইকেট শিকারের তালিকায় নাম লেখালেন সাকিব। সাকিবের আগে রয়েছে শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া এবং সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ।
আজকের ম্যাচটি বিশ্বকাপে সাকিবের ২৪ তম ম্যাচ। গত ২৩ ম্যাচে সাকিবের উইকেট ২৬ টি। আজকের ম্যাচে ২৩ রান করার মাধ্যমে সনাথ জয়াসুরিয়া ও স্টিভ ওয়াহদের পাশে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।