বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৬ এর আসর এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। ঢাকার দুই পর্ব ও সিলেট, চট্টগ্রাম পর্ব শেষ। এবার শুরু হবে বিপিএলের শেষ পর্ব। আগামীকাল মাঠে গড়াবে শেষ পর্বের ম্যাচ। এরই মধ্যে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। এবারের বিপিএলে দরুণ গঠন করেছে রংপুর। তারা দলে ভিরিয়েছে দক্ষিন আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। প্রথমবারের মত বিপিএলে খেলতে এসেছেন তিনি। তবে এরই মধ্যে এবি ডি ভিলিয়ার্সের দেশে ফিরে যাওয়ার সময় এসে গেছে। সেরা তারকাকে হারানোর হতাশায় দলটি। চট্টগ্রাম পর্বের পর ঢাকা পর্ব শুরু হওয়ার মাঝে কিছুটা সময় পাবে রংপুর। আর এর মাঝে ভারতে চলে গেলেন এবি ডি ভিলিয়ার্স। এনিয়ে পরে গেছে হইচই। প্রশ্ন দেখ দিয়েছে এবি ডি ভিলিয়ার্স কি রংপুরের শেষ ম্যাচ খেলবেননা??? তবে শঙ্কার কোন কারণ নেই একটা বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ভারত গেছেন এবি ডি ভিলিয়ার্স। শুটিং শেষ করে দ্রুত রংপুর রাইডার্সের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে রংপুর রাইডার্সের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো দলের সেরা ওপেনার এলেক্স হেলসকে হারিয়েছে তারা। হাতের ইনজুরির কারণে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
বিপিএল ছেড়ে হঠাৎ যে কারণে ভারতে চলে গেলেন এবি ডি ভিলিয়ার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৬ এর আসর এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। ঢাকার দুই পর্ব ও সিলেট, চট্টগ্রাম পর্ব.
