বঙ্গবন্ধু বিপিএলে এবার ঢাকা প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের প্রায় সবগুলো আসরই খেলেছেন মাশরাফি। বিপিএলের বেশ ভালোই অভিজ্ঞতা রয়েছে৷ বেশ কয়েকবার নিজের দলকে বিপিএলের শিরোপা এনে দিয়েছেন মাশরাফি। তাই মাশরাফির উপর প্রত্যাশা সবসমউ বেশিই থাকে পুরো দলের। তবে এই মাশরাফিই নাকি বিপিএলের ড্রাফটে প্রায়ই অবিক্রিত থেকে যান!
এবার এই ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, শুধু আমার কাছে কেনো, সবার কাছেই সমান আশা। আমি তো প্রায়ই অবিক্রিত থাকি নিলামে। আমার কাছে আশা করেই বা কী! আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা। সব দলই সমান প্রত্যাশা নিয়ে খেলে। আমরাও একি প্রত্যাশা নিয়ে খেলি।
তবে এই বিপিএলে বেশ একটা ভালো অবস্থানে নেই মাশরাফির ঢাকা প্লাটুন। তবে তিনি এখনো আশাবাদী তার দলকে নিয়ে। এদিকে নিজের পারফরম্যান্সের কথাও বলেছেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, নিজের পারফরম্যান্স নিয়ে অতটা বিচলিত নয়। অনেক দিন পর মাঠে নেমেছি, চেষ্টা করছি। প্রায় পাঁচ মাস পর খেলছি। মানিয়ে নিতে চেষ্টা করছি। কোনো ম্যাচ ভালো হচ্ছে কোনো ম্যাচ খারাপ। ভালো-খারাপের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি পুরো টুর্নামেন্ট যখন খেলব……টি-টোয়েন্টি তো বলা কঠিন যে এই ম্যাচে ভালো করবো।