আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে রোমার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। এই ম্যাচে বার্সার মূল একাদশে ছিলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ম্যালকম। রোমার বিপক্ষে বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাব বার্সেলোনাতে নিজের প্রথম গোলের দেখা পেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ম্যালকম। টানা দুইবার এগিয়ে গিয়েও ৪-২ গোলে হেরেছে বার্সা।
ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে ম্যাচের ৬ মিনিটের সময় এগিয়ে যায় বার্সা। পরে ৩৫ মিনিটে সমতায় ফিরে রোমার। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে নিজের প্রথম গোলের দেখা পায় ম্যালকম। কিন্তু এরপর বার্সা কোচ ভালভার্দে রাফিনহা, ম্যালকম, আর্থার কে তুলে নিলে, ২-১ গোলে এগিয়ে থাকা বার্সা পরাজিত হয় ৪-২ গোলে
ব্রাজিলিয়ান তরুণ তারকা ম্যালকমের অসাধারণ গোলের ভিডিওটি দেখুন—-লিংকে
https://m.facebook.com/story.php?story_fbid=1873651872936764&id=1414808125487810
বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা ম্যালকমের প্রথম গোল
আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে রোমার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। এই ম্যাচে বার্সার মূল একাদশে ছিলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ম্যালকম।.
