মেক্সিকোর বিপক্ষে বেশ ভালোভাবেই নিজেকে মেলে ধরেছেন উইলিয়ান। তাই ব্রাজিলীয়ান চেলসি তারকা উইলিয়ানকে দলে টানতে মরিয়া স্প্যানিশ জায়েন্ট বার্সা। এমন সংবাদ প্রকাশ করে
স্প্যানিশ মিডিয়া মুন্ডো ডেপারটিভো।
বর্সালোনার দাম ধরা নিয়ে মুন্ডোতে বলা হয়, চেলসির হয়ে খেলা সুপারস্টার বিশ্বকাপ পরবর্তীতে সামার ট্রান্সফারে বড় ধরণের মুভ দিতে পারেন। আর সেটি লুফে নিতে প্রস্তুত বিশ্বের ম্যান ইউ এবং বার্সেলোনা। যদিও জানা যায়, ৮০ মিলিয়ন ইউরোর থেকে বেশি ছাড়া উইলিায়ানকে কিছুতেই ছাড়বে না চেলসি। তারপরও তাকে কিনতে প্রস্তুত বার্সেলোনা। আর বার্সেলোনার নজরে তিনি পড়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই।
উল্লেখ্য, নকআউট পর্বতে মেক্সিকোর বিপক্ষের ম্যাচটিতে উলিয়ান গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে এবং গোলের চেষ্টা করে গোল না পেলেও চমৎকার পাসিং-ড্রিবলিং এবং এসিস্ট দিয়ে দৃষ্টি কেড়েছেন বার্সেলোনার।
তিনি বার্সায় যোগ দিলে, বাম প্রান্তে থাকবে কৌটিনহো এবং ডান প্রান্তে উইলিয়ান। পুরো মধ্য মাঠ যেন ব্রাজিল ময়।