বার্সেলোনার প্রতিটা ম্যাচেই যেন রেফারি নিয়ে বিতর্ক বেড়েই যাচ্ছে। এমনিতেই লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরে আছে দলটি। কিন্তু এই উপরে থাকাটাও যেন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে রেফারির কারণে।
গতরাতে লা লিগায় দেপার্তিভো আলাভের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। ম্যাচে বার্সার হয়ে একটি করে গোল করেছেন মেসি ও সুয়ারেজ। ন্যু ক্যাম্পে আলাভেসের উপর একের পর এক আক্রমণ করেই চলছিল মেসি-সুয়ারেজরা। কিন্তু উল্টো ম্যাচে প্রথন ২৩ মিনিটের মাথায় গোল হজম করতে হয় বার্সাকে।
এর পর ম্যাচের ৭১ তম মিনিটে লুইস সুয়ারেজের গোলের সমতায় ফেরে কাতালানরা। অন্যদিকে সমতায় ফেরার পর আক্রমণের গতি আরো বাড়িয়ে দেয় বার্সা। এবং ম্যাচের ৮৪ তম মিনিটে লিওনেল মেসি ফ্রি-কিক থেকে গোল পেয়ে এগিয়ে যায় বার্সা। আলকাসেরকে ফাউলের জন্য ডি-বক্সের সামনে ফি-কিক পায় বার্সা। সেই ফি-কিক থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি।
তখনই শুরু হয় বিতর্ক যেই আলকাসেরকে ফাউলের জন্য রেফারি বাঁশি দিয়েছিলেন সেই আলকাসের তখন ছিলেন অফসাইডে যা রেফরির চোক এড়িয়ে যাই।
এই বিতর্ক ডাকা পরে যাই অন্য একটি বিতর্কে, যা হলো। ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বার্সেলোনার সেন্টার ব্যাক উমেতিতির হাতে লাগে বল। তখন আলাভেসের খেলোয়াড়রা রেফারির কাছে আবেদন জানায় পেনাল্টির জন্য। কিন্তু রেফারি তা সাড়া দেননি উল্টো খেলা চালিয়ে যাই।
সেই পেনাল্টি হলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।