আসন্ন ভারত সফরকে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছিলো অলরাউন্ডার মোহাম্মদ সাইফুউদ্দিনকে। তবে ১৫ সদস্যের দলে রাখা হলেও ভারত সফরে যাওয়া হচ্ছে না সাইফুউদ্দিনের। পিঠের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
সাইফুউদ্দিন বাদ পড়ায় ১৫ সদস্যের দল পরিণত হয়েছে ১৪ সদস্যে। সাইফুদ্দিনের বিকল্প হিসেবে দলে সুযোগ পাবেন কে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো এতোদিন। বেশ কয়েকবার উঠে এসেছে পেসার তাসকিন আহমেদের নাম। কিন্তু তাসকিনকে ভারত সফরে রাখতে নারাজ বিসিবির নির্বাচকরা।
এক্ষেত্রে সাইফের বিকপ্ল হিসেবে বিসিবির পছন্দ আবু হায়দার রনি। ভারত সফরে সাইফুউদ্দিনের জায়গায় সুযোগ পাবেন পেসার আবু হায়দার রনি। রনিকে ভারত সফরের জন্য দলে ভিড়াতে এখন শুধুমাত্র বিসিবির ঘোষণার বাকি। বিসিবির সূত্র অনুযায়ী এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ ৩ টি অনুষ্ঠিত হবে ৩,৭ এবং ১০ নভেম্বর। এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ এবং ২২ নভেম্বর শুরু হবে দুটি টেস্ট।