বিশ্বকাপের আগ থেকেই শোনা যাচ্ছিলো স্টিভ রোডস চাকরি হারাতে যাচ্ছেন তবে বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেই যে চাকরি হারাবেন এমনটা কেউ আন্দাজ করতে পারেনি।
রোডসের সাথে চুক্তি ছিলো ২০২০ সাল পর্যন্ত। তার কাজে খুশি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে রোডসের যাওয়ার পর কে হবেন বাংলাদেশ দলের নতুন কোচ কে হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। ধারণা করা যাচ্ছিলো বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনকে প্রধাণ কোচ হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কা সফরে। আবার গুঞ্জন উঠেছিলো টাইগারদের নতুন কোচ হতে যাচ্ছেন চন্ডিকা হাতুরে সিং। এদিকে আবার উঠে এসেছে সিডন্সের নাম।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার প্রধাণ কোচের নাম জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের এই নিয়ে মিটিং হয়েছে। আর দলের সবাই তখন সেখানেই ছিলো। সবার মতামত নেওয়া হয়েছে। আর বোর্ড সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, এখনো আমরা নতুন কোচ দেখছি। তবে এই ব্যাপারে এখন কিছু বলবো না। তবে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।