ভারতীয় দলে যতদিন খেলে গেছেন ব্যাট হাতে বাইশ গজে রাজত্ব করেছিলেন সাবেক ভারতীয় খেলোয়াড় ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ দলের সাবেক কোচ স্টিভ রোডসকে বিদায় করার পর থেকেই গুঞ্জন উঠেছে বাংলাদেশ দলের নতুন কোচের ভূমিকায় আসতে ইচ্ছুক সৌরভ গাঙ্গুলী।
এবার এ নিয়ে খোলাসা করলেন গাঙ্গুলি নিজেই। তিনি জানালেন বাংলাদেশ দলের সাথে কাজ করার আগ্রহ আছে তার।
বাংলাদেশ দলের কোচ কিংবা পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ পেলে কাজ করবেন নাকি সৌরভ? এ প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলি বলেন, বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি সব সময় প্রস্তত।
কিন্তু সেটা কতদিন বা কতটা সময় সেটা ডিপেন্ড করে। দেখা যাক, এখন তো আর সেসব নিয়ে ভাবিনি। তবে বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত। তাদের সাথে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি।